ডা: এ জেড এম জাহিদ

এপ্রিল কোনো অবস্থাতেই নির্বাচনের জন্য সুখকর সময় নয়

মানুষের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা, কর্তৃত্ববাদীতা এগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Dinajpur

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এপ্রিল, মে, জুন মাসে পাবলিক পরিক্ষা এসএসসি, এইচএসসি ও মাদরাসা পরিক্ষা রয়েছে কাজেই সব মিলিয়ে এপ্রিল মাস কোনো অবস্থাতেই নির্বাচনের জন্য খুব সুখকর সময় নয়। কাজেই এটির বিষয়ে আরো চিন্তা-ভাবনার বিষয় রয়েছে।

রোববার বিকেলে ঈদ পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় বাজারে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মানুষের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা, কর্তৃত্ববাদীতা এগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। কাজেই আমি মনে করি, এখনো সময় আছে প্রধান উপদেষ্টাসহ এদেশে সংখ্যাগরিষ্ট রাজনৈতিক দলের যানারা আছেন তাদের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখটি নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করতে পারলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এবং সেটাই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এদেশের মানুষ নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই সময়ে নির্বাচনে অভ্যস্ত। এ সময়ে স্কুল-কলেজে পড়াশোনার চাপ কম থাকে এবং আবহাওয়া ভালো থাকে যা নির্বাচনের জন্য উপযোগী। আর এপ্রিল মাস হচ্ছে বৈশাখ মাস এই সময়ে কালবৈশাখী বলেন আর ঝড়-তুফান বলেন এসবের মাস হচ্ছে এপ্রিল। আর এবার ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে রমজান মাস যা পুরো মার্চ মাস জুড়ে চলবে। মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।

এ সময় তার সাথে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি এদিন সকাল থেকে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারই অংশ হিসেবে বিকেলে হাকিমপুর উপজেলায় সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।