কিশোরগঞ্জের হোসেনপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সবস্তরের জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলটি নতুন বাজার ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তার কালিমা শাহাদাৎ চত্বর এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা কারিমুল্লাহ, মাওলানা নৌসাদ আহমদ, মো: সাকিবুর রহমান তানভীর, মাওলানা রিয়াজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।



