দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভার পর এই কমিটি গঠন করা হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
ইকরামুল হক পিপুল ও মনিরুজ্জামান সুমন
ইকরামুল হক পিপুল ও মনিরুজ্জামান সুমন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভার পর এই কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় বিগত কমিটির সাধারণ সম্পাদক বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর সর্বসম্মতিক্রমে একটি পাঁচ সদস্যের নির্বাচন নির্বাচনী কমিটি গঠিত হয়।

নির্বাচনী কমিটি দীর্ঘ আলোচনার পর ২০২৫-২০২৭ সময়কালের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করে।

কমিটির প্রধান সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরু জানান, দর্শনা প্রেসক্লাবের জন্য ইকরামুল হক পিপুলকে (যুগান্তর) সভাপতি ও মনিরুজ্জামান সুমনকে (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও, মো: আওয়াল হোসেন (ভোরের কাগজ) সাংবাদিক সমিতির সভাপতি এবং মো: মাসুম বিল্লাহ (দৈনিক সংগ্রাম) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় নির্বাচনী কমিটির সহকারী সদস্য কামরুজ্জামান যুদ্ধ, এস এম ওসমান, হানিফ মণ্ডল এবং ওয়াসিম রয়েল সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দর্শনা প্রেসক্লাবের ২৫ জন সদস্য সকলেই সাধারণ সভায় এবং দ্বিবার্ষিক কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন।