দিনাজপুরের চিরিরবন্দরে ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার অন্তত পাঁচ ঘণ্টা পর আজমাইন হোসেন (৭) নামে এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করেছেন ডুবুরিদল।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার ভাটির সাঁকোরপাড় নামক স্থানে ইছামতি নদীতে ঘটনাটি ঘটেছে।
আজমাইন হোসেন উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার রহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, আজমাইন হোসেন দুপুর ১টার দিকে কয়েকজন শিশুর সাথে ভাটির সাঁকোরপাড় নামক স্থানে ইছামতি নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় সাঁতার না জানার কারণে নদীর পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে শিশু আজমাইন নিখোঁজের ঘোষণাটি প্রচার করা হলে স্থানীয় লোকজন ঘটনাটি চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে অবহিত করেন। ফায়ার সার্ভিস শিশুটির সন্ধান না পাওয়ায় তারা রংপুর ডুবুরিদলকে সংবাদ দেয়। চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম ও রংপুর ডুবুরিদলসহ স্থানীয় লোকজন নদীতে তল্লাশী চালাতে থাকেন। তল্লাশীর এক পর্যায়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪০০ ফুট দূরে বিকেল আনুমানিক পৌনে ৫টায় শিশু আজমাইনের লাশ উদ্ধার করেন ডুবুরিদল।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো: জাহাঙ্গীর আলম জানান, ‘নদীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪০০ ফুট দূরে বিকেল আনুমানিক পৌনে ৫টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।’
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।’
এ ব্যাপারে তিনি অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।