সিরাজগঞ্জের শাহজাদপুরে সামনের চাকা ফেটে দোকানে ঢুকে পড়েছে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সরিষাকোল বাজারে ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের সবার পরিচয় জানা যায়নি। তবে বাবু মোল্লা নামে একজনের পা ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাবাড়ি থেকে ট্যাংকলরিটি আসছিল। কিন্তু সরিষাকোল বাজারে পৌঁছালে হঠাৎ সামনের ডান দিকের একটি চাকা ফেটে যায় গাড়িটির। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরি সড়কের পাশের সেলিম সরকারের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের সামনে বসে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার পারভেজ হোসেন জানান, ট্যাংকলরিটির সামনের একটি চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



