সাদুল্লাপুরে নালায় ভাসতে থাকা যুবকের লাশ উদ্ধার

‘মিলন আকন্দ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালের দিকে বাড়ির অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।’

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নালা থেকে মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে।

স্বজনরা জানান, মিলন আকন্দ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালের দিকে বাড়ির অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ‘নালায় মিলন আকন্দের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেয়া হয়।’

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ‘নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’