লংগদুতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

ভোরে উপজেলার মাইনী ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সরোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার মাইনী ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরোয়ার ওই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লংগদু থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলমান রয়েছে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি এক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।