সাভারে ময়লার ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

‘লাশ উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় নারী মানসিক রোগী ছিলেন। দুই থেকে তিন দিন ধরে এলাকাবাসী তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

সাভারের আনন্দপুরে ময়লার ড্রেনের মধ্য থেকে সোমবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

পরিচয় শনাক্তের জন্য মর্গ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙ্গুলের চাপ নেয়ার কথা রয়েছে।

সাভার মডেল থানার (এসআই) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, লাশ উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় নারী মানসিক রোগী ছিলেন। দুই থেকে তিন দিন ধরে এলাকাবাসী তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতে সাভারে বিরুলিয়ার বেরিবাধের নিচ থেকে আবু হানিফ নামের এক হাউজিং ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।