বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা |নয়া দিগন্ত

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেয়া এক শোক বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়।

তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে প্রকৃত অভিভাবককে। এদেশের রাজনীতিতে তার অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দেশ ও জাতির কল্যাণে তার দীর্ঘ প্রচেষ্টা ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই ব্যক্তিত্ব দল-মত নির্বিশেষে জনগণের অকৃত্রিম ভালোবাসা পেয়েছিলেন আপন যোগ্যতায় যা এদেশের ইতিহাসে বিরল!

এ দেশ-জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন ভূমিকা ও বিস্ময়কর অবদানের কথা উল্লেখ করে বিবৃতি বলা হয়, এদেশের ভবিষ্যত প্রজন্মের জন্য বেগম জিয়া অনুপ্রেরণার ঊৎস হয়ে থাকবেন। ইতিহাস তার যথাযথ মূল্যায়ন করবে।

বিবৃতিতে রাবি রেজিস্ট্রার মরহুমার রূহের মাগফিরাত ও তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ তাদেরকে শোক কাটিয়ে উঠার তাওফীক দিন।