ফরিদপুরের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সকাল-সন্ধ্যা অবরোধকে ঘিরে আবারো উত্তেজনা ছড়াচ্ছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে উত্তেজনা বাড়ছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপজেলা পরিষদ এলাকাতেও। উত্তেজিত জনতা সেখানে ভীড় করেছে। গ্রামে মাইকিং করে গ্রামবাসীকে অবরোধে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভাঙ্গার আলগীতে হঠাৎই বিক্ষোভ শুরু হয়। একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ফলে আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ সকাল থেকে কোনো প্রভাব না ফেললেও হঠাৎই যেন উস্কে গেল।
বেলা ১২টার দিকে অবরোধকারীরা ভাঙ্গা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে তা প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরপর গ্রামে মাইকিং করে ঢাল, সড়কিসহ অবরোধের সমর্থনে নেমে আসার আহ্বান জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম থাকলেও মহাসড়কে যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা ছিল না। অবরোধকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্নস্থানে সাঁজোয়া যানসহ পুলিশ ও আনসার মোতায়েন করা হয়।
এর আগে, বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের আলগীতে সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয়। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, আলগী ইউনিয়নের সাথে ওই রোড ব্লকেডে পাশের হামিরদী ইউনিয়ন থেকে এসে যোগ দিয়েছে আরো অসংখ্য মানুষ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছেন।
এদিন সকাল থেকে ভাঙ্গার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। মহাসড়কের বিভিন্নস্থানে পুলিশ ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছিল।
সকাল ৯টার দিকে দু’একটি স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করে। দুপুরের আগেই অবস্থার অবনতি হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রোকিবুজ্জামান বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।
এদিকে, এর আগে ভাঙ্গায় রেলপথ ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান ৯০ জনের নামোল্লেখ করে মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।