ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন।
মঙ্গলবার দুপুরে সলিমগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আজিজ মুন্সি (৬০) বাড্ডা গ্রামের মুন্সিবাড়ির মরহুম শরীফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল উপজেলার সলিমগঞ্জ বাজারে ইসহাক মিয়ার দোকানে কোমল পানীয় কিনতে গিয়ে দোকানীর সাথে ঝগড়া হয় বাড্ডা গ্রামের এক যুবকের। এরই জের ধরে বাড্ডা গ্রামের লোকজনে বাড়াইল গ্রামের এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়, পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয়পক্ষের মধ্যে। এমনকি দুই গ্রামের লোকজন আলাদা-আলাদাভাবে আয়োচনা করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঝগড়া প্রস্তুতি নেয়। এলাকার বিশিষ্টজন ও প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সমঝোতায় কথা ছিল। কিন্তু বাড্ডা গ্রামের লোকজন সমঝোতায় না বসে বাড়াইল গ্রামের লোকজনের ওপর শ্রীঘর বাজারে আক্রমণ চালায়। এই খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে আজিজ মিয়া নিহত হন। এ সময় আহত হয় উভয়পক্ষের আরো ২০ জন।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।