বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ পর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে দলমত নির্বিশেষে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। পূর্ব ঘোষণা ছাড়াই জোহরের নামাজের আগে থেকেই গায়েবানা জানাজা আদায়ের জন্য শত শত মানুষ ছুটে আসেন আলতাফুন্নেছা খেলার মাঠে। এ সময় শহরের বাইরে থেকেও শত শত মুসল্লি সেখানে উপস্থিত হন।
জানাজা নামাজে প্রায় তিন হাজার মুসল্লির জমায়েত হয়। পরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব ধরনের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠান বন্ধ ছিল। বগুড়া শহরের বিভিন্ন মার্কেট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রেখে কালো ব্যানার টানিয়ে শোক পালন করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে।



