রাজশাহীর ৬টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর (অব.) মো: শরিফ উদ্দিন।

রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান।

রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। এবং

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ মনোনয়ন পেয়েছেন।