নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ

‘শহীদ প্রেসিডেন্ট ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি জন্মগ্রহণ না করলে বিএনপি দলের জন্ম হতো না। আমি দুলু এমপি মন্ত্রী হতে পারতাম না।’

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি জন্মগ্রহণ না করলে বিএনপি দলের জন্ম হতো না। আমি দুলু এমপি মন্ত্রী হতে পারতাম না। যার চরিত্রে দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক, তাকে দুর্নীতিবাজ, অসৎ প্রেসিডেন্ট হিসেবে বিএনপির চিরশত্রু হাসিনাও কোনোদিন উচ্চারণ করতে পারেনি।’

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহীদ নজমুল হক সরকারি কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৯০ বছর আগে জন্মগ্রহণ না করতেন বিএনপির মতো দলের জন্ম হতো না। আমি রহুল কূ্দ্দুস তালুকদার দুলুর ও জন্ম হতো না। বাংলাদেশের হাজার হাজার মানুষের কাছে আমার পরিচিতি আমার সম্মান তা হলো আমি জিয়ার সৈনিক। তাই আমি আজকের এই দিনে আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। তার আর্বিভাব হয়েছিলো বলেই বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন দেশ হিসেবে জন্ম লাভ করেছে।’

ওই আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মো: নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নুসহ উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা।