পায়রা বন্দরে ৩ নম্বর সঙ্কেত, উপকূলে বৃষ্টি

আবহাওয়া অফিস বলছে, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

রবিন আহম্মেদ, পায়রা বন্দর (পটুয়াখালী)

Location :

Patuakhali
পায়রা বন্দরে সকর্ত সঙ্কেত জারি
পায়রা বন্দরে সকর্ত সঙ্কেত জারি |নয়া দিগন্ত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লঘুচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদ-নদী স্বাভাবিক থাকলেও সাগর কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতার সাথে চলাচল করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।