জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের যুবসমাজ তাদের নেতৃত্ব বিকাশের উন্মুক্ত পরিবেশ পাচ্ছে না। তাদের ওপর জোর করে সবকিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। যুবকরা গত তিনবারের নির্বাচনে নিজের ভোট সমর্থন দেয়ার সুযোগ পায়নি। এখনই সময় সকল জুলুমের অবসান ঘটিয়ে দেশ এবং জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ভূমিকা রাখার।’
শনিবার (৮ নভেম্বর) খুলনার খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে যুবসমাজ। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কোনো অবদান নেই। বরঞ্চ যুবকদের মেধা ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। কিছু যুবক বহু কষ্টে তাদের নিজ মেধাকে বিকশিত করার জন্য সংগ্রাম করছেন। পরবর্তী পর্যায়ে তাদের মেধা বিকাশের ক্ষেত্রগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। দলীয় অন্ধ আনুগত্য না থাকলে ব্যক্তির মেধা ও যোগ্যতা যত বেশিই হোক না কেন তাকে রাষ্ট্রীয় কোনো ভালো স্থানে দায়িত্ব দেয়া হয় না। একটা মানুষের সবচেয়ে বড় অধিকার তার কথা বলার অধিকার। ন্যায়ের পক্ষ নেয়া এবং অন্যায়ের প্রতিবাদ করা। আজকে সেসব অধিকার কেড়ে নেয়া হয়েছে। মিথ্যা মামলা ঠুকে দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকে অপমানিত করা হয়।’
প্রধান অতিথি তার বক্তৃতায় যুবসমাজকে মাদকমুক্ত ও ফিট রাখতে ইয়াং সোসাইটির এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনের সার্বিক কার্যক্রমে ইয়াং সোসাইটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে দেশ আজও কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জন করতে পারেনি। যুবসমাজ বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে। এই সমস্যাগুলো সমাধানে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা জরুরি।’
তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে এগিয়ে নিতে ও সমাজে স্থায়ী পরিবর্তন আনার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটাই, তবে একটি সুন্দর ও কল্যাণময় ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।’
তিনি যুবকদেরকে রাসূল সা:-এর জীবন চরিত সম্পর্কে জানার আহ্বান জানিয়ে বলেন, ‘তাঁর জীবন চরিত থেকে শিক্ষা নিয়ে যদি কোনো যুবক চলতে পারে তাহলে অবশ্যই সে সফলকাম হবে। মানুষের অধিকারের প্রশ্নে সবাইকে সচেতন করতে রাসূল সা:-এর জীবনাদর্শ জানা অপরিহার্য।’
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘আদর্শ যুবসমাজ প্রতিষ্ঠায় জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলাম প্রতিষ্ঠা ও বাংলাদেশের যেকোনো সমস্যায় যুবকরা যুগে যুগে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে কোনো সমস্যা সমাধান বা উন্নয়নে যুবসমাজের সহায়তা ছাড়া সম্ভব নয়। কিন্তু টেকসই উন্নয়ন না হওয়ার কারণ সৎ, যোগ্য নেতৃত্বের অভাব।’
জামায়াত নেতা সকাল ৯টায় খানজাহান আলী থানার গিলাতলা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন। ওয়ার্ড সভাপতি সরওয়ার হোসেন নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা আমির ডা: সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আটরা-গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইসারাত আলী, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ।
ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ।
ওই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ২-১ গোলে ড্রিম আইটি গ্যালাক্সি অফ শিরোমণিকে পরাজিত করে।



