নবাগত জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলামের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
নবাগত জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নবাগত জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলামের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলাউদ্দীন সিকদার, দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জেলা নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনোত্তর রাষ্ট্র পূনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে ডিসিকে অবহিত করেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দে কথা গুরুত্ব সহকারে শুনেন। প্রতিউত্তরে তিনি আশ্বস্ত করে বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন ও দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই।’