বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত করে তাতে স্বাক্ষর করা হয়েছে তার দল সেগুলো মেনে নেবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মনোনয়ন-পরবর্তী গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, ‘বিএনপি জনগণের স্বর্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবি-দাওয়া আমরা মেনে নেব না।’
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক ছিলেন উল্লেখ করে ভোলা-৩ আসনের সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছে। তার সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছে সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছে এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছে। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এতে বোঝা যায়, তখন দেশে উন্নয়নের নামে কী পরিমাণ লুটপাট হয়েছে।’
মেজর (অব.) হাফিজ আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষোয় ছিলাম। গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল মনোনয়ন দিয়েছে। এখন আমি লালমোহনবাসীর কাছে আছি।’
তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন? আমি কি নির্বাচন করব? এ সময় উপস্থিত হাজারো জনতা দু’হাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।’
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ আরো অনেকে।



