চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আঘাত লেগে আমিনুল সরদার (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের বাটকেমারীর তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল উপজেলার সদাবরী গ্রামের মাঝপাড়ার নুর ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে আমিনুল ব্যক্তিগত কাজ সেরে চন্দ্রবাস থেকে মোটরসাইকেলে সদাবরীর দিকে ফিরছিলেন। পথিমধ্যে তেতুলতলা অংশে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাবলা গাছে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, সকালে সড়কটি অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে আমিনুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।



