মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর সিয়াম নিহত হয়েছেন, অপর কিশোর আবদুল্লাহ আহত হয়েছেন; ঘটনার তিনজনকে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত
মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত |সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আবদুল্লাহ (১৭) নামে আরেক কিশোর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার সুবিদখালী সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মো: বাসেত তালুকদার জুয়েলের ছেলে। আহত আবদুল্লাহ উপজেলার সুবিদখালী এলাকার বাদল মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম সুবিদখালীতে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে খালাত ভাই আবদুল্লাহর সাথে বাড়ি থেকে বের হন তিনি এবং সুবিদখালী কলেজের পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয় এবং আবদুল্লাহকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং র‌্যাবের সহায়তায় সুবিদখালী গ্রামের আব্দুস সালামের ছেলে রাইয়ানকে গ্রেফতার করা হয়েছে।