বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের শাসকদের মনে যদি আল্লাহর ভয় থাকতো, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হতো না। উন্নয়ন অগ্রগতি ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই। অথচ সমাজের মানুষ লোভ, ভয় ও স্বার্থের কারণে সম্পৃক্ততার নির্বাচনের যোগ্যতা দিন দিন হারিয়ে ফেলছে।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা-৫ আসনের রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আল্লাহর রাসূল (সা:) যেমন মদিনায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন তেমন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম। তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে এগিয়ে আসুন।’
রঘুনাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামানের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা: হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার ও মাওলানা ফয়েজ উদ্দিন প্রমুখ।
এদিকে বিকেলে আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি ওয়ার্ডে উঠান বৈঠকে মিয়া গোলাম পরওয়ার বক্তৃতা করেন। এর আগে সকাল ৯টায় ধামালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারী সহযোগী সদস্য সম্মেলন, বেলা ১১টায় ধামালিয়া ইউনিয়নের ২ ওয়ার্ড মান্দ্রায় পুরুষ ও নারী সহযোগী সদস্য সম্মেলনে, দুপুর ১২টায় ময়নাপুর হিন্দু সমর্থক সমাবেশে এবং দুপুর ২টায় ৭ নম্বর ওয়ার্ডে নারী সহযোগী সদস্য সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসব সম্মেলনে জামায়াত সেক্রেটারি জেনারেল দেশের চলমান সঙ্কট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধা আসতে পারে। এ সময় অনেক পরাশক্তি ও অ্যাজেন্সি নানা ষড়যন্ত্র করবে। তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে।’



