সিরাজগঞ্জে ২ উপজেলা আ’লীগ সভাপতির অবৈধ সম্পদের খোঁজে দুদক

সকালে দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Sirajdikhan
সিরাজগঞ্জের ম্যাপ
সিরাজগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ ডিসেম্বর) সকালে দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মমিন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য এবং তার ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন তাজ উদ্দিন।

জানা গেছে, আব্দুল মমিন ও তাজ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। যা নিয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করছে তারা।

আব্দুল মমিন ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।