শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ফল বিক্রেতাকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (২৫ মে) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার কেসি রোডের চান্দারটেক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিমতলা বাসস্ট্যান্ডের ফল বিক্রেতা কোরবান আলী (৫৭) ঢাকা থেকে ফল কেনার জন্য বীরতারা বাড়ি থেকে বের হন। ভোর সোয়া ৫টার দিকে চান্দারটেক এলাকায় তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি অটোরিকশায় উঠলে চালক সহ তিনজন তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সামান্য দূরে গিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে দেয় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমদ জানান, এই ঘটনায় শ্রীনগর থানায় কেউ অভিযোগ করেনি।