ফটিকছড়িতে অটোরিকশা উল্টে নারী নিহত

বুধবার দুপুরে উপজেলার ভূজপুর নেপচুন চা বাগান এলাকায় একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

Location :

Chattogram
অটোরিকশা উল্টে নারী নিহত
অটোরিকশা উল্টে নারী নিহত |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে নিলু রাণী শীল (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো দুই নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূজপুর নেপচুন চা বাগান এলাকায় একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই যাত্রী নিলু রাণী শীল নিহত হন। ঘটনায় মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০) নামে দুই নারী যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু কিছু গণমাধ্যমে একাধিক চা শ্রমিক নিহত হওয়ার খবর প্রকাশিত হলেও তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হলো, চা বাগান সংলগ্ন মন্দিরে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে একজন নারী নিহত হয়েছেন, তিনি চা শ্রমিক নন। এদিকে ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে।