ময়মনসিংহের ভালুকায় সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা।
আজ সোমবার সকালে উপজেলার কাঠালী এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে:- সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ, মাসিক বেতন ১০ তারিখের মধ্যে প্রদান, শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা, ওভারটাইম হার আগের মতো ৬৮ শতাংশ বহাল রাখা, হাজিরা বোনাস এক হাজার টাকা নির্ধারণ, টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা, প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম নিশ্চিত করা, অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ, সর্বনিম্ন বেতন ১০ হাজার ৪১৭ টাকা নির্ধারণ এবং প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি।
শ্রমিক নেতারা জানায়, শেফার্ড গ্রুপের জিংস সেকশনে ৬৭০ জনসহ বিভিন্ন সেকশনে প্রায় তিন হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নামেন। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার মো: মোখলেছুর রহমান জানান, শ্রমিকদের দাবির বিষয়ে মিটিং করে আলোচনা চলছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ জোন-৫ এর পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খান জানান, সাধারণত শ্রমিকদের বেতন ১০ তারিখের পর দেয়া হয়। তবে এবার ২৩ তারিখে বেতন দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নামেন। পরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ২০ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হলে শ্রমিকরা শান্ত হন।