বহু চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ এই অবস্থানে : খায়রুল কবির খোকন

‘আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। সরকার, নির্বাচনসহ সকলেই প্রস্তুত রয়েছে, জনগণও প্রস্তুত আছে। সুতরাং নির্বাচন হবেই।’

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
অন্যান্যদের সাথে খায়রুল কবির খোকন
অন্যান্যদের সাথে খায়রুল কবির খোকন |ছবি : নয়া দিগন্ত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে। বহু চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ এই অবস্থানে এসেছে। স্বৈরশাসকরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই দল শেষ হয়ে যাবে। খুন গুম হত্যা চালিয়েও দলকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সদর থানা বিএনপির উদ্যোগে চর অঞ্চলের করিম পুর বালুর মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্বক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি একটি মহাসমুদ্র, বিএনপিকে ধ্বংস করা এত সহজ নয়। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জামায়াত-এনসিপি-চরমোনাই কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। সরকার, নির্বাচনসহ সকলেই প্রস্তুত রয়েছে, জনগণও প্রস্তুত আছে। সুতরাং নির্বাচন হবেই।

নরসিংদীর থানা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে করিম পুর ইউনিয়ন বিএনপির সদস্য সচির মনিরুজ্জামা মনিরের সঞ্চালনায় আলোচনা করেন নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে একটি বিশাল র‌্যালি করিম পুর বালুর মাঠ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাগরিয়া কান্দী ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।