রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল ওএসডি

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল |সংগৃহীত

অবশেষে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকায় মাউশি অধিদফতরে তাকে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

একই আদেশে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো: আব্দুল আউয়ালকে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

কলেজের একটি সূত্র জানিয়েছে, অধ্যক্ষ কালাচাঁদ শীলের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অস্বচ্ছতা, প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহার, কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, কলেজের প্যাড ও খামের ওপর ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ সম্বলিত রাজনৈতিক স্লোগান ব্যবহার করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগে ইতোপূর্বে নয়া দিগন্তসহ বিভিন্ন সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হয়। পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত হলে শিক্ষা মন্ত্রণালয় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় বলে কলেজটির একাধিক শিক্ষক জানিয়েছেন।

ওএসডি হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অধ্যক্ষ কালাচাঁদ শীল। তিনি বলেন, ‘ওএসডি করা হয়েছে অনেককেই, তার মধ্যে আমি একজন। সরকারি চাকরিতে আছি- সরকারের সিদ্ধান্ত মানতে হবে।’

তিনি আরো বলেন, ‘সময়মতো আমি চলে যাবো। ছুটি চলছে, ছুটির পরে নির্ধারিত সময়ে যোগদান করব।’