কিশোরগঞ্জের এমপি আফজাল হোসেন মেহেরপুর থেকে গ্রেফতার

রোববার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মালিক আশ্রয়দাতা আফজাল সুজ কোম্পানির কর্মচারী...

মেহেরপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজিশনের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আফজাল হোসেনের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার (২৪ মার্চ) জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা খানম।

রোববার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মালিক আশ্রয়দাতা আফজাল সুজ কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যা নাগাদ পুলিশের দলটি মেহেরপুর পৌঁছালে আফজাল হোসেনকে তাদের কাছে সোপর্দ করা হবে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সোমবার ভোররাতে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল সাবেক এমপি আফজালের। এ জন্য সীমান্তের একটি পাচারকারী চক্রের সাথে মোটা অংকের টাকার চুক্তিও করেছিলেন তিনি।