বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে বালিগাও ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আকতার হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ, জহিরুল ইসলাম লেলিন ও পাপিয়া ইসলাম।
এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম মহাসচিব সলেমান মাদবর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, বিএনপি নেতা ওলিউল্লাহ খান, জাহাঙ্গীর মাদবর, মামুন মোল্লা, দেওয়ান মনিরুজ্জামান মনিরসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, কাকলি আক্তার, শিউলি আক্তার ও জেসমিন সুইটি উপস্থিত ছিলেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর জন্য শান্তি ও স্থিতিশীলতার প্রার্থনা করেন।
দোয়া পরিচালনা করেন বালিগাও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেইন। শেষে উপস্থিতিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।



