সৈয়দপুরে শহীদ সাজ্জাদের পরিবারকে ছাত্রশিবিরের ঈদ উপহার

‘বিত্তবানদের ঈদুল আজহার পশু কোরবানি মধ্যে দিয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur
শহীদ সাজ্জাদের পরিবারকে ছাত্রশিবিরের ঈদ উপহার প্রদান
শহীদ সাজ্জাদের পরিবারকে ছাত্রশিবিরের ঈদ উপহার প্রদান |নয়া দিগন্ত

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারকে পবিত্র ঈদুল আজহার উপহার হিসেবে একটা ছাগল দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার বাবার হাতে ছাগলটি তুলে দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেন, সৈয়দপুর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর শহর ছাত্রশিবির সভাপতি হাফিজুল ইসলাম ও অফিস সম্পাদক রাফিউর রহমান রাফিল।

নীলফামারীর ৪-আসনের জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘বিত্তবানদের ঈদুল আজহার পশু কোরবানি মধ্যে দিয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, বৈষম্যরবিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন গত ৪ আগস্ট সাভারে থানা মসজিদের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন। পরে সাভার এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট মারা যান। তাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। এরপর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্রশিবির পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। সাংগঠনিকভাবে আর্থিক সহায়তা দেয়াসহ শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেনকে পৌরসভার নামাজ ঘরের ইমাম নিযুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে।