৭ দফা দাবিতে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

ফেনীতে ৭ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা আধা ঘণ্টা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ইউএনওর অনুরোধে তারা অবরোধ তুলে নিয়েছেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস
৭ দফা দাবিতে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেললাইন অবরোধ
৭ দফা দাবিতে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেললাইন অবরোধ |সংগৃহীত

ফেনীতে সাত দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করেছেন ফেনী পলিটেকনিক শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার দিকে প্রায় আধা ঘণ্টা শহরের গুদাম কোয়ার্টার এলাকায় অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের অবরোধে রেললাইনের দু’পাশে কলেজ রোড ও অ্যাকাডেমিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীদের উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিকহারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

অবরোধের বিষয়ে সুলতানা নাসরিন কান্তা বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকতাদের জানিয়েছি। স্থানীয় পর্যায়ে মানুষের যাতে হয়রানি না হয় সে জন্য আমরা অবরোধের মতো এসব বিষয়ে অনুৎসাহিত করে আসছি। এসবের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।’