বগুড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত ১

উপজেলার জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মরহুম বুলু প্রামানিকের ছেলে মো: মন্টু, মো: বাবলু ও মো: মামুনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় তারা তিনজনে মিলে আবু বক্কর সিদ্দিককে মারপিট করতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন
বগুড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন কৃষক।

আহতরা হলেন— একই গ্রামের জেমি খাতুন (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও আতাউর রহমান (৫৫)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মরহুম বুলু প্রামানিকের ছেলে মো: মন্টু, মো: বাবলু ও মো: মামুনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় তারা তিনজনে মিলে আবু বক্কর সিদ্দিককে মারপিট করতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আতাউর রহমানসহ আরো চারজন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হুমায়ন কবির ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান আনিছ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান আনিছ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।