হবিগঞ্জের নবীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মামুন বক্স (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের আউশকান্দি এলাকায় শেভরন সাউথ প্যাডের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
মামুন বক্স সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শিলামটিলা পাড়া গ্রামের আবুল লেইছ ও হাসিনা বেগমের ছেলে। তিনি বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত। তিনি প্রতিদিন সিলেট থেকে বাহুবলে যাতায়াত করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালো রঙের একটি হাইয়েস গাড়িতে পাঁচ ব্যক্তি মামুনকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, পাম্পের আর্থিক লেনদেনের কারণে প্রায়ই তার কাছে টাকা থাকত। এ কারণে পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে হামলা চালানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তার আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে যায়।