পোরশায় নারীর লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় খাঁড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ৮–১০ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
পোরশা থানা
পোরশা থানা |ফাইল ছবি

নওগাঁর পোরশায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামের দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাওড় ইউনিয়নের গ্রাম পুলিশ মহেন্দ্রের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ওই গ্রামের আনুমানিক ৩০০ গজ দক্ষিণের খাঁড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, আট-দশ দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হতে পারে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, মঙ্গলবার রাতেই লাশটি থানায় নেয়া হয়েছে এবং ময়াতদন্তের জন্য বুধবার মর্গে পাঠানো হবে।

Topics