নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকা বান্দরবানের থানচি উপজেলা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় টুরিস্ট গাইড। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ও সেখানে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা থাকায় স্থানীয় ব্যবসায়ী ও টুরিস্ট গাইড নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তারা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে এ বান্দরবান জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন তারা।
জেলা প্রশাসককে দেয়া স্মারকলিপিতে তারা জানান, দীর্ঘদিন থেকে বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র নাফাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। অথচ শীতের এ সময়ে পর্যটকরা এসব পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে উৎসুক হয়ে রয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। কিন্তু পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় সব সেক্টরের সাথে চরিত দুই শতাধিক টুরিস্ট গাইড ও নৌকা শ্রমিকসহ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।
অবিলম্বে বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছেন টুরিস্ট গাইড সমিতির নেতৃবৃন্দ।



