নগরকান্দায় শতাধিক নেতাকর্মী নিয়ে চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ আওয়ামী লীগের শাসনে অতিষ্ঠ। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান |নয়া দিগন্ত

নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন চরযোশরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির। তার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে নাম লিখিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কুমারদিয়া গ্রামে তার নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ আওয়ামী লীগের শাসনে অতিষ্ঠ। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনের প্রতি আস্থা রেখেই চরযোশরদীর এই জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী আজ বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান বিএনপির স্থানীয় সাংগঠনিক শক্তিকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিএনপিতে যোগ দিয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের স্বার্থেই আমি আজ বিএনপিতে যোগদান করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বেই দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।’

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, খুব শীঘ্রই অন্যান্য ইউনিয়ন থেকেও বহু নেতাকর্মী বিএনপিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।