চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই সদস্যের বিরুদ্ধে।
রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও বাইতুল আকসা জামে মসজিদের উন্নয়নের জন্য টিআর প্রকল্প থেকে গত দুই অর্থবছরে এক লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। তবে মসজিদ কমিটির দাবি, তারা হাতে পেয়েছেন মাত্র ৭০ হাজার টাকা। বাকি এক লাখ ১০ হাজার টাকা আত্মসাত করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘চেয়ারম্যান আগে থেকেই ব্ল্যাংক চেকে সই নিয়েছিলেন। ব্যাংক থেকে টাকা তোলার পর প্রথমে ৫০ হাজার, পরে ২০ হাজার টাকা আমাদের দিয়েছেন। বাকিটা আর পাওয়া যায়নি।’
তবে ইউপি সদস্য আলমগীর কাজী ও চেয়ারম্যান মফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।
হাজীগঞ্জের পিআইও মো: আশেকুর রহমান বলেন, ‘আমরা টাকা মসজিদের অ্যাকাউন্টে দিয়েছি। পরে কী হয়েছে, সেটা আমাদের দায় নয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে।