ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব-বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের লোকদের হাতে দেশীয় অস্ত্রসহ মাথায় হেলমেট পড়ে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের মোতালেবের গোষ্ঠী ও আকবরের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের নূর আলম ও আবদুর রউফের মধ্যে জায়গা ও সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। রক্তক্ষয়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র এএসপি তপন সরকার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’