নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম নিখোঁজ রিমিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ
নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পিপরুল আখের সেন্টারের পাশে বারনই নদীতে গোসল করতে নেমে মোছা: রিমি খাতুন নামে ৮ বছরের শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা আনুমানিক ৩টার দিকে সে নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায়।

নিখোঁজ মোছা: রিমি খাতুন পিপরুর সেন্টার এলাকার মো: সাইফুল ইসলামের নাতনী।

বর্তমানে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম নিখোঁজ রিমিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।