শরীয়তপুরে সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো: স্বপন বেপারী (৪৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে সখিপুরের চরকুমারিয়া ফয়জুদ্দিন মোল্লার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মো: স্বপন বেপারী ওই গ্রামের মরহুম মকবুল বেপারীর ছেলে।
সখিপুর থানা ও পরিবার সূত্র জানায়, মকবুল বেপারী একজন অটোবাইক চালক। তিনি নিজ বাড়িতে অটোবাইক চার্জ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মকবুল বেপরী অটোবাইকের চার্জ পরিপূর্ণ হয়েছে কিনা তা দেখার জন্য সেখানে যায়। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরেও সে বের না হওয়ায় পরিবারের লোকজন গিয়ে দেখতে পায় বিদ্যুৎস্পৃষ্টে স্বপন গুরুতর আহতে হয়েছেন। তাৎক্ষণিক উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়েদুল হক বলেন, ‘এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে একটা ইউডি মামলা করা হয়েছে।’