সাভারে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সাভারের বিরুলিয়ায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার |নয়া দিগন্ত

সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এক নারী গামের্ন্টস শ্রমিককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৫ মে) দুপুরে গ্রেফতার অভিযুক্তকে আদালতে পাঠায় সাভার মডেল থানা। এর আগে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়।

রাসেল মিয়া ফরিদপুর সদরের কাশিপুর গ্রামের সোবহানের ছেলে। গতকাল রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী রাসেল মিয়া দীর্ঘদিন থেকে এক নারী গামের্ন্টস শ্রমিককে বিভিন্নভাবে ধর্ষণ করেন। সর্বশেষ গত ০১/০৫/২০২৫ তারিখ বিকেলে ওই নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। বিষয়টি প্রথমে ওই নারীর মা জানতে পারেন এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ করার পর আরো জানতে পারেন গত ০৪/০৩/২০২৫ তারিখ আনুমানিক ৭টার দিকে তাকে প্রথম এবং বিভিন্ন সময় তাকে জোরপূর্বক ভয়-ভীতি ও নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে আসছেন প্রতিবেশী রাসেল মিয়া। এ ঘটনায় সকালে রাসেলকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১২।

সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুল ওহাব নয়াদিগন্তকে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একাধিকবার নারী গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ করেন রাসেল।