পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে লাশ উদ্ধারের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যুবকের পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও লাল রঙের শার্ট। লাশের পেটের বাম পাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তির ভেসে আসা লাশ এটি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বিকাশ মণ্ডল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একইসাথে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।