গণভোটে হ্যাঁ সূচকে ভোট দিন : জ্বালানি উপদেষ্টা

‘আগে মানুষ ভোট দিতে পারত না, জুলাই অভ্যুত্থানের কারণে জনগণ আজ ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই এখন জনগণ যাকে চাইবে সেই বিজয়ী হবে।’ সকল ধর্ম-বর্ণসহ আদিবাসীদেরকে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে ভোটের গাড়ি অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফাওজুল করিম
দিনাজপুরে ভোটের গাড়ি অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফাওজুল করিম |নয়া দিগন্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: ফাওজুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ সূচকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সৎ ও যোগ্য জাতীয় সংসদ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে ভোটের নির্বাচনী গাড়ি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘আগে মানুষ ভোট দিতে পারত না, জুলাই অভ্যুত্থানের কারণে জনগণ আজ ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই এখন জনগণ যাকে চাইবে সেই বিজয়ী হবে।’ সকল ধর্ম-বর্ণসহ আদিবাসীদেরকে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে নির্বাচনের গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ভোটের গাড়ি অনুষ্ঠানের পর জ্বালানি উপদেষ্টা সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।