নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে তাদের ক্লোজড করা হয়েছে।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।
এর আগে আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ফার্মেসি ব্যবসায়ী সাদেকুর রহমান এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন।
সাদেকুর রহমান জানান, গত ৩ জুন তানভীর ও রফিকুল নামে দুইজন লোক ফার্মেসিতে বসে পিঠা খেতে খেতে বলেন, আমি যেকোনো সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। তাদের স্মরণ করা লাগতে পারে বলে জানায়। পর দিন ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে এবং তানভীর ও রফিকুলের বসার জায়গায়ই বসে। ওই সময় তারা নানান কথাবার্তার একপর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কীসের? আমি বলি, ভিটামিনের সিরাপ।
এ সময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। সেই প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মতো ইয়াবা ছিল।
পরবর্তীতে পুলিশ সদস্যরা দেড় লাখ টাকা চায় এবং টাকা না দিলে গ্রেফতার করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতারা এগিয়ে আসার পর সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যায়।
এ সময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যায়। এ ঘটনায় যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার জন্য জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের প্রতি আবেদন জানান সাদেকুর রহমান।
অভিযুক্ত এএসআই কুতুবউদ্দিন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনরা তদন্ত করছে। তাদের সাথে কথা বললে জানতে পারবেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত তাদেরকে ক্লোজড করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘আমাদের কাছে একটা অভিযোগ এসেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে তাদের ক্লোজড করা হয়েছে। সেইসাথে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।