চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, বোর্ডের অধীনে ৪৩টি কলেজের ১৮২ জন শিক্ষার্থীর কেউ পাস করেনি। তারমধ্যে নীলফামারীতে রয়েছে ১০টি কলেজের ৪০ জন। এছাড়া নীলফামারীর একটি কলেজের চারজন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরীক্ষায় অংশগ্রহণ না করে অনুপস্থিত ছিল। ফলে সেই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।
শুন্য পাসের হার কলেজগুলো হলো- নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের মানবিক বিভাগের একজন, সৈয়দপুর উপজেলার সাতপাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের একজন, কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পাঁচজন, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ১৫ জন, একই উপজেলার চেওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছয়জন, গোলমুন্ডা আদর্শ কলেজের মানবিক বিভাগের তিনজন, ডিমলা উপজেলা জিলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের একজন ও মানবিক বিভাগের একজন, নাউতারা বালিকা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের তিনজন, ডিমলা সীমান্ত কলেজের মানবিক বিভাগের দু’জন ও ডিমলা গয়াখড়িবাড়ি মহিলা কলেজের মানবিক বিভাগের দু’জন। এছাড়া ডিমলা আদাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের চারজন পরীক্ষার্থী ফরম ফিলাপ করলেও তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল।
নীলফামারী জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্র মতে, এ বছর নীলফামারী জেলা ৯৩ কলেজের ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৫২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। শতকরা পাসের হার ৬১.৭৩ শতাংশ।



