বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার পথসভা ও গণসংযোগ করেছেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও গফরগাঁও আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান বাচ্চু।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে তিনি গফরগাঁও থানার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। বিভিন্ন বিপনীবিতানের ব্যবসায়ী, পথচারী ও বাজার এলাকায় গণসংযোগ শেষে জামতলা মোড়ে পথসভা করেন।
পথসভায় আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফার মূল লক্ষ হলো গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।’
এসব দফার গুরুত্ব তুলে ধরতে সরাসরি জনগণের সাথে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে আক্তারুজ্জামান বাচ্চু গফরগাঁও নতুন বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কথা বলেন। এসময় উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতারা, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।