সোনারগাঁওয়ে গলা কাটা লাশ উদ্ধার

বেড়িবাঁধের রাস্তার ঢাল থেকে রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ
উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়িবাঁধের রাস্তার ঢাল থেকে রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রতন মিয়া উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকার মো: মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ কাঁচপুর নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকার রাস্তার পাশে মঙ্গলবার সকালে স্থানীয়রা এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

তলতলা ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।