ঝিনাইদহের হামদহ খন্দকার পাড়ায় কুকুরের কামড়ে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। রোববার (১৩ এপ্রিল) এক দিনে কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে পৌরসভায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। অন্যদিকে জেলা হাসপাতালে নেই পর্যাপ্ত ভ্যাকসিন। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীসহ সাধারণ জনগণ।
ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অতিরিক্ত পিপি মো: দবির হোসেন জানান, রোববার হামদহ খন্দকার পাড়ায় সাত ব্যক্তিকে কুকুরে কামড়েছে। এদের মধ্যে আমার আপন ভাই দসির উদ্দিনকেও কুকুর ডান পায়ে কামড় দিয়ে গোশত তুলে নেয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, ‘ঝিনাইদহ সদর হাসপাতালে চেষ্টা করেও ভ্যাকসিন পাওয়া যায়নি। বাইরে থেকে নিয়ে এসে ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়া ঝিনাইদহ পৌরসভায় কুকুরের বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।’
একই দিনে খন্দকার পাড়ার উজ্জ্বলের ছেলে সুজয় (১২), আকালের ছেলে সিজান, নেহাজসহ সাতজনকে কামড় দেয় কুকুর। সবাইকেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমানের বলেন, ‘আইজি ভ্যাকসিন দুই দিন আগে শেষ হয়ে গেছে।’