ইসলামী আন্দোলনের মঞ্চ থেকে জামায়াত নেতার ঐক্যের আহ্বান

‘ছোটবেলা থেকে আমি যে স্বপ্ন দেখতাম, আমাদের দেশে আলেম সমাজ একত্রিত হবে—জুলাই আন্দোলনের মাধ্যমে তা পূরণ হয়েছে। আগামীতে ইসলামী ঐক্যের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’

Location :

Boalmari
গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মো: ফয়জুল করিম
গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মো: ফয়জুল করিম |ছবি : নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশের মঞ্চ থেকে ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইলিয়াস মোল্লা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী চৌরাস্তার স্টিল পট্টিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় ড. ইলিয়াস মোল্লা বলেন, ‘ছোটবেলা থেকে আমি যে স্বপ্ন দেখতাম, আমাদের দেশে আলেম সমাজ একত্রিত হবে—জুলাই আন্দোলনের মাধ্যমে তা পূরণ হয়েছে। আগামীতে ইসলামী ঐক্যের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’

গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মো: ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ড. ইউনুস শিক্ষিত ও নোবেলজয়ী হলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। পূর্ববর্তী শাসকেরাও দুর্নীতি, অর্থপাচার, খুন, হত্যা ও ধর্ষণের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে থাকবে সাম্য, শান্তি ও মানবিক মর্যাদা, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, ফরিদপুরের ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, ইসলামী আন্দোলন ফরিদপুর শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামাল এবং ফরিদপুর-১ আসনে ইসলামী আন্দোলনের পদপ্রার্থী ওয়ালিউর রহমান রাসেল।

বক্তারা তাদের বক্তব্যে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হোসাইন আহমেদ। স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।