ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩ রোহিঙ্গাকে জন্মসনদ দেয়ার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তিন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশের জন্মসনদ দেয়ার অভিযোগ উঠেছে।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Mithapukur
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩ রোহিঙ্গাকে জন্মসনদ দেয়ার অভিযোগ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩ রোহিঙ্গাকে জন্মসনদ দেয়ার অভিযোগ |নয়া দিগন্ত

রংপুরের মিঠাপুকুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তিন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশের জন্মসনদ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের অন্যায় আড়াল করতে উদ্যোগতাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজান ওরফে শাহাজাদা তিন রোহিঙ্গা নাগরিককে সম্প্রতি তার এলাকার জন্ম সনদ প্রদান করেন।

জন্মসনদ প্রাপ্তরা হলেন- রহমত উল্লাহ, মোসলেম উদ্দিনসহ তিনজনকে তার ইউনিয়নের উঁচাবালুয়া গ্রামের বাসিন্দা বলে এ সনদ প্রদান করেন।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারেন যে, এ নামে কোনো লোক এলাকায় নেই।

পরবর্তীতে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হলে এক পর্যায়ে চেয়ারম্যান শাহাজান তার দায় এড়াতে কৌশলেও ইউনিয়ন পরিষদ উদ্যোগতাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসী অভিযোগ করলে জেলা প্রশাসক মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দিলে উপজেলা নির্বাহী অফিসার আগামী ৪ অক্টোবর ইউনিয়ন তদন্তের দিন ধার্য করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও বলেন, ‘তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’